Ad Code

Responsive Advertisement

Kobita cover by Raif Ahmed

 মালের আড়ৎ

হালখাতা লাল মলাটের হয় কেন?

এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে প্রতিটি বছর আসে;

মৃত্যুও আসবে শুভসূচনায়।

বৈশাখশুরুতে মিষ্টিমুখ করে ও করায় আড়তদাররা-

মৃত্যুতেও মিষ্টিমুখ করে ও করায় জীবিতরা-

    -নতুন হিসেব শুরু হয় আড়তে আড়তে-

শোনা যায়, বই পড়ে জানা যায়

নতুন হিসেব শুরু হয় ওপারেও-

ওপারে ভালো-মন্দদের খেলাখেলির পাশাপাশি মাঠ,

মাঝখানে বিশাল দেয়াল,

স্বপ্নে-দেখা-দেয়ালের উপর শূন্য আসনে বসে আছেন

                শূন্য, মহাখালি-

ভাঙা স্বপ্নে বোঝা গেল না

কাদের খেলার প্রশংসায় তিনি দিচ্ছেন হাততালি। 

উপর

কবিতা কবিতা

০১. দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

চিহ্ন রাখে খোঁজ আয়ু কতদূর গেলে অপরাধ গড়পড়তার,

নিয়মিত শেভ- পবিত্র সেলুন,

থলেভর্তি বাজারের পুঁইশাক উঁকি দ্যায়- 'ভালো আছি,

কাঁটা দিত বুড়ি- ঝাঁট দ্যায় পথ,

এতদিনে সেই প্রান্তবর্তী পথিক পেয়েছি।' 


০২. থ্যাঙ্ক গড ইউ ক্রিয়েটেড উওম্যান : রান্নাঘর আর মৃদুল দাশগুপ্ত

পুড়ে গেছে। দরোজা খুলেই তোমাকে পেলাম রান্নাঘরে প্রথম দিবস-


বলো-না জলকল্যাণ, যে-সব মাছের জন্যে সমর্পিত এই দেরি, এই পুড়ে যাওয়ার

গন্ধ, এই চারের বয়েম; টোপ আর বড়শি- ছিপের ওজনের সঙ্গে শূন্য থলের

উল্লাস, এই 'হেঁটে যাবো-না-যানবাহনে?'- দোটানায় ভোগা, এই পথের পাশের

রেস্তোরাঁর সাইনবোর্ডে খাসি আর মোরগের পাশে মাছের ছবিকে ভালোবেসে

ফেলা, এই হাই-ইশকুলে পড়ার সময় 'মৎস্যকুমারী' সিনেমা দেখার কথা টিকেট

কাটার পর থেকে মনে পড়ে যাওয়া, এই জাল কোথায় বিক্রি হয় জানতে চাওয়া

- তারা অবশ্যই ধরা পড়ে যাবে ধৈর্যধারী

সুনামপ্রয়াসী মাছ শিকারির হাতে- মোড়ল

তখনই স্বপ্ন তোমাদের দেখে কলহ শিখবে রাতে। 

উপর

ছায়াডাকা পাখিঢাকা

কাঁচাপাকা ঢিল গাছে ঝুলে থাকে। দেখা যায়।

কিয়দংশ পাতার আড়ালে- সে-গুলোও কাঁচাপাকা?

- সন্দেহ জঙ্গল খুলে আশেপাশে থাকে-

পাতাকে আড়াল করে, আড়ালকে পাতায় বসিয়ে রেখে

অপেক্ষা করার কথা অনুরোধে বলে

                আমরা বড়ুই ছুড়ি গাছে-

এসব বড়ুই যেসব অঞ্চলে হয়

সে-অঞ্চল ছায়াডাকা পাখিঢাকা অভিধায় খ্যাত।    

উপর

কয়েকটি খণ্ডচিত্র

১.

আকাশ,

তোমার সবাইকে নিয়ে

নিচে নেমে এসো,

জমিন আমাদের সবাইকে নিয়ে

তোমাদের বর্তমানে বেড়াতে যেতে চায়।


২.

ছাতা, রেইনকোট

রিকশার হুড, গামবুট;

ছাউনি-

নিজেদের শুকনো রাখতে তৈরি করেছে মানুষ

কার দায়িত্বে কে যে!

একদিন-না-একদিন সবাই বৃষ্টিতে ভেজে।


৩.

স্বপ্নের সাম্প্রতিক বরাদ্দ কোটা

কিশোরী তোমার

আষাঢ় ঘন

নগ্নচুলের বৃষ্টি ফোঁটা।


৪.

ফুল ছিঁড়ে নিয়ে গেছে কেউ,

এবার আমি বোঁটা ছিঁড়ব

(হাতে না পারলে দাঁতে)

'পাগল' শব্দটা মুখ দিয়ে বের করে

কোথায় পাঠিয়ে দাও?



৫.

যে অংশটা উন্মুক্ত রাখো, রাখতেই চাও

সে অংশকে আহ্বান বলে-

আমি আসছি,

আমার দিকে মুখ করে দাঁড়াও-

হাঁটা বসা এবং শোয়ার প্রসঙ্গে

পর্যায়ক্রমে যাওয়া যাবে।     

উপর

প্রেমিকবৈশিষ্ট্য

কুয়াশার ফুল থেকে তুলে নেব নীল প্রত্যাখ্যান-

পরান গায়েন ডাকবে আবার

      'অচিন পাখির গান শুনে যান'

নদীয়ার জলে স্নান উৎসর্গের আগে রোপণপূর্বক বীজ

নেচে যাব সুলতানের চাষীর হাতে মাছিমদিয়ায়,

আর ডেকে যাব-

'ডাঙর ঢেমনি এইখানে আয়

তর্জনীতে কাদা মেখে তোর কপালে পরিয়ে দিই

বিঘা বিঘা সুন্দরের টিপ।'      

Post a Comment

0 Comments